আবারও একই প্রতিশ্রুতি মেসির



গত মৌসুমে হুয়ান গ্যাম্পার ট্রফিতে বোকা জুনিয়র্সের বিপক্ষে খেলার আগে চ্যাম্পিয়নস লিগ জেতার কথা দিয়েছিলেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যুর সেই প্রতিশ্রুতি ভেস্তে গিয়েছিল এনফিল্ডে গিয়ে। মৌসুম শেষে শুধু বার্সার অর্জন ছিল শুধু লিগ টাইটেল।

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর মেসির সেই বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেমিফাইনালে মেসির স্বপ্ন ভেঙে যাওয়ায় হাসির পাত্র হতে হয় পাঁচবারের ব্যালনজয়ী এই ফুটবলারকে। তবে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আবারো। ক্যাম্প ন্যুতে দর্শকদের সামনে আবারো চ্যাম্পিয়নস লিগের ট্রফি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন মেসি।

সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারালেও দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারায় স্বপ্নভঙ্গ হয়েছিল বার্সার। এবারও সব ট্রফি জেতার লক্ষ্যেই মাঠে নামবে কাতালান ক্লাবটি, জানালেন মেসি, ‘গত মৌসুমের ওই ফলাফলের পর আসলে কিছু বলা কঠিন। কিন্তু আমার কোনো আফসোস নেই। এই মৌসুমে আমরা সবকিছু জেতার জন্যই লড়াই করে যাবো। আমাদের স্বপ্নটা আগের মৌসুমের মতোই আছে।’


গত এক যুগে বেশিরভাগ সময়ই লা লিগা গেছে বার্সার ঘরে। এই সাফল্যটা অর্জন করা কঠিন ছিল বলেই মানছেন মেসি, ‘আমরা গত এগারো বছরে আটবার লা লিগা জিতেছি। আমরা অনেক সময় এটার খুব একটা মূল্য দেইনা। কিন্তু ভবিষ্যতে আমরা বুঝতে পারব লিগ জেতাটা কত কঠিন কাজ ছিল।’

গ্যাম্পার ট্রফিতে গতকাল রাতে মেসি না খেললেও সুয়ারেজের অনবদ্য পারফরমেন্সে শিরোপা জিতে নেয় বার্সেলোনা। এছাড়াও গতকালকে বার্সার নতুন সাইনিং ফরাসি স্ট্রাইকার গ্রীজম্যানকে উন্মোচন করা হয়।