বাংলাদেশের লজ্জায় ভাগ বসালো ওয়েস্ট ইন্ডিজ



টি টুয়েন্টি ক্রিকেটে সবসময়ই ফেভারিট ক্যারিবিয়ানরা। তবে অর্ধশক্তির দল নিয়ে সেই ক্যারিবিয়ানদেরই ঘরের মাঠে নাকানিচুবানি দিচ্ছে ভারত। অবশ্য গতকাল ওয়েস্ট ইন্ডিজ হারায় সুবিধা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার। 

ওয়েস্ট ইন্ডিজ গতকাল ডিএলএস মেথডে হারার পরে বাংলাদেশের লজ্জায় ভাগ বসালো ওয়েস্ট ইন্ডিজ। সাথে রয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পরাজয়ের স্বাদ পাওয়া দলের মধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার সঙ্গী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন দলই হেরেছে সর্বোচ্চ ৫৭ ম্যাচ।

৫৬ ম্যাচ হেরে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তিনে থাকা অস্ট্রেলিয়ার পরাজয় ৫৪ ম্যাচে। ৫২ ম্যাচে হেরেছে পাকিস্তান। ৫০ ম্যাচ হেরে যুগ্মভাবে পাঁচে আছে জিম্বাবুয়ে ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পরাজয় ৪৪ ম্যাচে। সবচেয়ে কম ৪১ ম্যাচে হেরেছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত।

এছাড়া রোববার (০৪ আগস্ট) লাওড়ারহিলে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের একটি রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত। ক্যারিবিয়ানদের টানা সর্বোচ্চ পাঁচ ম্যাচে হারিয়েছে ভারত ও পাকিস্তান। ২০১৮-১৯ সালের মধ্যে ক্যারিবিয়ানদের টানা পাঁচ ম্যাচে হারালো ভারত। পাকিস্তান একই কাজটি করেছিল ২০১৬-১৭ সালের মধ্যে।

বাংলা ইনসাইডার/এসএম